ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

টঙ্গীতে ছয়তলা ভবনে আগুন

প্রকাশনার সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৭

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌঁনে ছয়টার দিকে টঙ্গী বাজার এলাকার মরিয়ম ম্যানশনে এ আগুন লাগে।

স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ ভবনটির চার তলায় ধোঁয়ার কুন্ডলি দেখতে পান তারা। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নেভাতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার সকালে মরিয়ম মেনশন নামক একটি ছয়তলা ভবনের চার তলায় থাকা একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাই। ভবনটির পাঁচ তলায় থাকা কয়েলের গুদামে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের বিশেষ একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের আপদকালীন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টা ২০মিনিট পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে লিখন (২৫), রুমন (২৮), সাগর (৩২), রাকিব (২৮), মনিরুল (২৫) ও আব্দুর রাজ্জাক (৩২) অগ্নি দগ্ধ হন। তাদেরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে আব্দুর রাজ্জাকের অবস্থা গুরুতর হলে। তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন ডাক্তার। অগ্নিদগ্ধ ছয়জন ওই ভবনটির চতুর্থ তলার একাংশে থাকা কয়েকটি কক্ষে (ম্যাসে) বাস করতেন।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক কাউসার আহমেদ বলেন,ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। একজনের অবস্থা গুরতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ