ট্রাকচাপায় মানিকগঞ্জে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার ধুলন্ডী এলাকায় মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধুলন্ডী বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ