টাঙ্গাইলের সখীপুরে বাবাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে ওয়াহেদ আলীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলার ঘাটাইল উপজেলার সাগরদিঘী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়িতে বাবাকে কুপিয়ে খুন করে পালিয়ে যান ওয়াহেদ আলী।
গ্রেপ্তার ওয়াহেদ আলী উপজেলার বড়চওনা ইউনিয়নের বিন্যাওয়ারী পাড়া এলাকার সামাদ আলীর ছেলে।
সখীপুর থানার এসআই সুকান্ত রায় বলেন, সোমবার নিহতের ছোটভাই আব্দুর রশিদ বাদী হয়ে ভাতিজা ওয়াহেদ আলীকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। আনুমানিক ১৭ বছর আগে ওয়াহেদ চাচি কোহিনুর আক্তারকে কুপিয়ে হত্যা করেন। বয়স কম হওয়ায় আদালত তাকে কিশোর সংশোধনী প্রতিষ্ঠানে পাঠিয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াহেদ মাদকসেবী হিসেবে এলাকায় পরিচিত। রোববার বিকেলে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে মারতে দা নিয়ে ঘুরাঘুরি করেন। ওই সময় ছেলের ভয়ে মা আত্মগোপনে চলে যান। রাতে বাবা বাড়িতে ফিরলে তাকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা রাত ১১ টার দিকে বাড়ির রান্না ঘরে আবদুস সামাদের মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
মামলার বাদী আব্দুর রশিদ বলেন, আনুমানিক ১৭ বছর আগে ওয়াহেদ আলী মাদরাসায় পড়তেন। ওই সময় আমার স্ত্রীর বোনকে ওয়াহেদ প্রেমের প্রস্তাব দেয়। এবিষয়ে আমার স্ত্রী ওয়াহেদের বাবার কাছে বিচার দেয়। এরপরে সে ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রী কহিনুরকে প্রকাশ্যে কুপিয়ে খুন করে। বয়স কম থাকায় আদালত তাকে কিশোর সংশোধনী প্রতিষ্ঠানে পাঠায়। সেখান থেকে ৯-১০ বছর আগে বাড়িতে ফিরেই ছয় মাসের মাথায় সে আমার ভাতিজা সেই সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া শিক্ষার্থী রুবেলকে (২১) খুন করে। তবে ওই সময় ওয়াহেদের নাম মামলায় আসেনি। অজ্ঞাত আসামি থাকায় বিষয়টি এলাকায় নিষ্পত্তি হয়। ঘটনার কয়েক মাস পর খুনি শনাক্ত হলেও নিহত রুবেলের বাবা মামলার বাদী বশির আহমেদ মারা যাওয়ায় ওয়াহেদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যায়নি।
বড়চওনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ওয়াহেদ আলী এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত ও খুবই ভয়ঙ্কর ছিল। এলাকাবাসী তার ফাঁসির দাবিতে আগামী শুক্রবার
মানববন্ধন করার কর্মসূচি গ্রহণ করেছে।এব্যাপারে সখীপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন বলেন, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবাকে খুন করা ছাড়াও ওয়াহেদের বিরুদ্ধে চাচি ও চাচাতো ভাই খুনের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ