ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ষাটোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১০

সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ফুলচান (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার পৌর এলাকার ভট্টপুরে এ ঘটনার জানাজানি হলে ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফুলচানকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর দাদা আমির হোসেন।

জানা যায়, গত ৭ জানুয়ারি প্রথমবারের মত জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় ফুলচান। তারপর সুযোগ বুঝে ফুলচান তিনবার সেই ছাত্রীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রী আত্নহত্যা করবে। এমন সিদ্ধান্ত পরিবারকে জানানোর পর এলাকায় জানাজানি হলে ফুলচান বাড়ি থেকে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ