সোনারগাঁয়ে নবম শ্রেণির ছাত্রীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ফুলচান (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
উপজেলার পৌর এলাকার ভট্টপুরে এ ঘটনার জানাজানি হলে ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ফুলচানকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর দাদা আমির হোসেন।
জানা যায়, গত ৭ জানুয়ারি প্রথমবারের মত জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায় ফুলচান। তারপর সুযোগ বুঝে ফুলচান তিনবার সেই ছাত্রীকে ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রী আত্নহত্যা করবে। এমন সিদ্ধান্ত পরিবারকে জানানোর পর এলাকায় জানাজানি হলে ফুলচান বাড়ি থেকে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ কান্তি সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ