জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-২ এর একাধিক অভিযানে সহকারী ট্রেন চালক আল-আমিনসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ৪টি অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ-২।
এ সময় সহকারী ট্রেন চালক আল-আমিন, অটোচালক জাহিদুল ও আকরাম হোসেন বাদশাকে গ্রেপ্তার করা হয়। এদের সবার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলায়।
অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার আলতাব সরকারকে হেরোইনসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আরও এক অভিযানে বকশীগঞ্জের বজলু মিয়াকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ট্রেন চালক আল-আমিন এর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাকরি করতেন। তখন থেকেই তিনি ইয়াবায় আসক্ত হয়ে পড়ে। বর্তমানে তিনি দেওয়ানগঞ্জ কমিউটার ও ময়মনসিংহ জামালপুর লোকাল ট্রেনের সহকারী চালক হিসেবে দায়িত্ব পালন করেন
জেলা গোয়েন্দা পুলিশ-২ (ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ) এর অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এর অংশ হিসেবে ৪টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৬ জনকে আসামি করে ৪টি মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মাদক-জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ