কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছৈয়দ করিম (৪৬) নামে আরেক চাচাতো ভাই নিহত হয়েছেন। পরকীয়ার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছৈয়দ করিম উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় জড়িত ছালামত উল্লাহ (৩৮) এখনও পলাতক।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন নয়া শতাব্দীকে বলেন, তেতুলতলা নামক স্থানে উত্তর নিদানিয়া গ্রামের ছৈয়দ করিমকে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ হঠাৎ ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করেন। এতে সে গুরুতর জখম হলে তাৎক্ষণিক স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছালামত উল্লাহর স্ত্রীর সঙ্গে ছৈয়দ করিমের পরকীয়া রয়েছে- এমন সন্দেহের ভিত্তিতে ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করেন ছালামত উল্লাহ। ঘটনার পরপরই ছালামত উল্লাহ পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত।
এ হত্যাকান্ডের মূল কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ