ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

জগন্নাথপুরে অপরিকল্পিত বাঁধ, বৃষ্টিতে ডুবছে ফসল

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬

সুনামগঞ্জের জগন্নাথপুরের পিংলার হাওরের কমপক্ষে ১ হাজার হেক্টর বোরো ফসল বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এসব ফসল রক্ষায় দুইদিন ধরে এক প্রবাসীর অর্থায়নে ১০টি স্যালোমেশিন লাগিয়ে পানি নিষ্কাশনের কাজ চলছে।

পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ফসলরক্ষা বাঁধের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে কৃষকরা দাবি করেছেন।

কৃষকরা জানান, উপজেলার তৃতীয় বৃহৎ হাওর হিসেবে পরিচিত পিংলার হাওরে এবার ১১০৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। তিন দিনের ভারি বর্ষণে পিংলার হাওরের প্রায় এক হাজার হেক্টর বোরোধান পানিতে তলিয়ে যায়। পিংলার কাড়া বাঁধ দিয়ে পানি নিষ্কাশনের কোনো সুযোগ না থাকায় বৃষ্টির পানিতে এ ফসল তলিয়ে যায়।

জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর পিংলার হাওরের পিআইসি কমিটির সভাপতি সফিকুল হক বলেন, পিংলার হাওরে কয়েক গ্রামের হাজারো কৃষক বোরোধান আবাদ করেছেন। ভারি বৃষ্টিতে অধিকাংশ জমি তলিয়ে গেছে। দুই দিন ধরে জগন্নাথপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী এমএ কাদিরের আর্থিক সহযোগিতায় ১০টি স্যালোমেশিন লাগিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য বাঁধ নির্মাণকালে একটি পাইপ দেওয়া হয়েছিল। সেটি কাজ না করায় পানি নিষ্কাশন হচ্ছে না।

যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা এমএকাদির জানান, কৃষকদের কষ্ট দেখে গত ৪৮ ঘণ্টায় ১০টি স্যালোমেশিন লাগিয়ে পিংলার হাওর থেকে পানি কমানোর মাধ্যমে ফসল রক্ষার চেষ্টা করছেন। তিনি পাউবোর অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে কৃষকরা সমস্যায় পড়েছে উল্লেখ করে, পিংলার বাঁধে একটা সুইসগেট নির্মাণের দাবি জানান।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, পিংলার হাওর সরেজমিনে পরিদর্শন করে কৃষকদের দাবির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর প্রকৌশলীকে জানিয়েছি। আশা করছি, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল বলেন, উপজেলা ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে এই বিষয়ে পদক্ষেপ নেবো। তাৎক্ষণিকভাবে প্রবাসীর উদ্যোগে স্যালোমেশিন লাগিয়ে পানি নিষ্কাশন প্রশংসনীয় একটি কাজ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ