নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে হালিমা খাতুন (৮৫) নামের এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজার জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন উপজেলার তারাকান্দা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘাতক ট্রাকটি আটক করে পূর্বধলা থানা পুলিশ।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত নারীর আরটিএ সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া চলমান।
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ