ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মতলবে ৪৪ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৩

চাঁদপুরের মতলব উত্তরে বস্তাভর্তি ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মেঘনা নদীর জহিরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোহনপুর ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামানের দিক নির্দেশনায় এএসআই মো. মানিক মিয়া ও নায়েক আবু কাউছারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০)। তাদের সবার বাড়ি সখিপুরের শরিয়তপুর জেলায়।

মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছে নৌপুলিশ। অভিযানকালে জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩ যাত্রীকে দেখতে পায় নৌ-পুলিশের সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে, নৌপুলিশ সদস্যরা স্পিডবোটযোগে তাদের গতিরোধ করে ট্রলার তল্লাশী করে ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ দেখতে পায়। বস্তা খুলে নৌপুলিশের সদস্যরা বস্তার মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে গাঁজা দেখতে পায়। তাৎক্ষণিক নৌপুলিশের সদস্যরা ট্র্লারে থাকা ৪৪ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে এবং ৩ মাদক কারবারিকে আটক করে।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির এএসআই মানিক জানান, জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজজ্জামান জানান, আটক মাদক কারবারিদের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাকে জেলহাজতে পাঠানো হবে। মাদকের বিষয়ে পুলিশের কোনো আপোষ নেই। নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ