ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

স্ত্রীকে নির্যাতনের পর ন্যাড়া, স্বামী আটক

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৯

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে পিটিয়ে ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী মসের সরকারের (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মসের সরকার একই গ্রামের মৃত নজি সরকারের ছেলে।

নির্যাতনের শিকার ওই নারীকে বাগাতিপাড়া স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, পৈতৃক সূত্রে ওই নারী এক টুকরা জমি পেয়েছেন। ওই জমি তার স্বামীর নামে লিখে দিতে বারবার চাপ প্রয়োগ করে আসছিল। সোমবার আবারও চাপ প্রয়োগ শুরু করে। কিন্তু তাতে রাজি না হওয়ায় তাকে ঘরে নিয়ে ওড়না দিয়ে দুই হাত বেঁধে মারধর করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে মুখ চেপে ধরে রাখে। এক পর্যায়ে তাকে ন্যাড়া করে দেয়। পরে আত্মীয়-স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ জানতে পেরে বাড়ি থেকে স্বামীকে আটক করে থানায় নেয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ