ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

চলন্ত বাইকে থাকা চিকিৎসককে কোপ মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৭

কুড়িগ্রামের উলিপুরেচলন্ত বাইকে দুর্বৃত্তের হামলায় পল্লী চিকিৎসকের হাতের কব্জি বিচ্ছিন্ন করার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের বকুলতলা রায়ের দিঘির পাড় নামক এলাকায়।

এলাকাবাসী ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের পশ্চিম শিববাড়ি গ্রামের নওয়াব আলীর ছেলে কবিরুল ইসলাম (৩৫) পেশায় একজন পল্লী চিকিৎসক। রোববার বিকেলে তিনি বাড়ি থেকে উলিপুর বাজার আসার পথে বকুলতলা রায়ের দিঘির পাড় নামক এলাকায় পৌঁছালে, পেছন থেকে আসা অপর একটি বাইকে হেলমেট পরা অজ্ঞাতনামা দুই ব্যক্তি আকস্মিকভাবে কবিরুলের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে পল্লী চিকিৎসক কবিরুলের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় রাজ্জাকুল ইসলাম, মোতালেব মিয়া, রাশেদুল ইসলামসহ অনেকেই জানান, পল্লী চিকিৎসকের চলন্ত বাইকে হঠাৎ করেই দুজন অজ্ঞাতনামা ব্যক্তি কোপ মেরে পালিয়ে যান। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা আমরা কেউ জানি না।

তারা আরও বলেন, কবিরুল ইসলামের সঙ্গে কারো কোনো ঝগড়া-বিবাদ নেই বলে আমরা জানি। দিন দুপুরে এ ধরনের ঘটনায় এলাকাবাসী হতবাক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেহেরুল ইসলাম জানান, আহত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠনো হয়েছে। তার হাতে গভীর ক্ষত হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ