ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ফজর আদায় শেষে ঢলে পড়লেন কয়েদি, অতঃপর

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪

ঝিনাইদহ জেলা কারাগারে মিলন লস্কর (৩০) নামে নারী-শিশু মামলায় দণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে কারাগারে তার মৃত্যু হয়।

মিলন ঝিনাইদহ জেলা শহরের পরবহাটি গ্রামের আতিয়ার লস্করের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হয়দার।

মহিউদ্দিন হয়দার জানান, কারাগারের চিত্রা ৩নং ওয়ার্ডের কয়েদি ছিলেন মিলন। ফজরের নামাজ আদায় শেষে সকাল ৬টা ৪০ মিনিটের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার আরও জানান, নারী-শিশু নির্যাতন দমন আইনে গত ২ জানুয়ারি মিলনকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। তখন থেকে কারাগারের চিত্রা ৩নং ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ