ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

নামাজের জন্য ডেকে নিয়ে কিশোরকে কুপিয়ে হত্যা

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৭

গাজীপুরের গাছা এলাকায় শবে বরাতের রাতে নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে হোসেন আলী (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে তার বন্ধুরা।

রোববার (২৫ ফেব্রয়ারি) রাতে ৩৭নং ওয়ার্ড কুনিয়াপাছর মধ্যে পাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত হোসেন আলী স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার নূর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুনিয়া মধ্যপাড়ায় শনিবার সন্ধ্যার মারামারিকে কেন্দ্র করে রোববার রাত ১০টায় হোসেন আলীকে তার বন্ধুরা শবে বরাতের নামাজ পড়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে হোসেন আলীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পড়ে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের ধরার চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ