ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ফৌজদারহাট মসজিদে নারীদের নামাজখানা উদ্বোধন

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাট নতুন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। এতে পুরুষ মুসল্লিদের পাশাপাশি আলাদাভাবে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের ব্যবস্থাপনা উপজেলার কোথাও দেখা যায়নি। অজুখানাসহ নারীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা থাকায় মসজিদের জামায়াতে আগ্রহ বেড়েছে নারীদের।

এতে বিভিন্ন বয়সের নারীরা আলাদাভাবে জামায়াতে ওয়াক্ত ও জুমার নামাজ আদায় করতে পারবেন। রমজান মাসেও খতমে তারাবি পড়া হবে। অজুখানা ও ওয়াশ ব্লকও বসানো হয়েছে।

চারতলা বিশিষ্ট মসজিদটিতে নারীদের নামাজের জন্য সাড়ে তিন হাজার বর্গফুট বিশাল স্থান এবং একটি লাইব্রেরিও করা হয়েছে।

মসজিদের প্রতিষ্ঠাতা শিল্পপতি মোহাম্মদ কামাল উদ্দিন রোববার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাত উপলক্ষ্যে মাগরিবের নামাজের পর মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

বর্তমান চারতলা মসজিদের নিচতলায় নারীদের নামাজের স্থান, গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র করা হয়েছে। এছাড়া তাবলীগ জামাতের সদস্যদের জন্য মসজিদে অবস্থানের সু-ব্যবস্থাও করা হয়েছে। নারী মুসল্লিদের সংখ্যা বাড়লে, মসজিদ পরিচালনা কমিটি তাদের জন্য আলাদা কক্ষ বড় করবে বলেও ঘোষণা দেন মোহাম্মদ কামাল উদ্দিন।

নারীদের নামাজের স্থান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের খতিব আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাসুদুর রহমান।

এ সময় তিনি বলেন, সৌদি আরবে যেসব মসজিদে পুরুষরা নামাজ পড়েন, সেখানে নারীদেরও নামাজের ব্যবস্থা আছে। মসজিদে বিভিন্ন দিবস ছাড়াও শুক্রবারে ইসলামের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত না থাকায় নারীরা এ বিষয়ে সচেতন হতে পারেন না। তাই এই মসজিদে পুরুষদের পাশাপাশি পৃথকস্থানে নারীরাও নির্দিষ্ট স্থানে জামায়াতে নামাজ আদায় করবেন। পাশাপাশি মা-বোনেরা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মামুনুর রহমান, হাফেজ মোহাম্মদ উল্লাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোয়াইব, মো. শাহাবুদ্দিন, মো. মিয়া, মোহাম্মদ কায়সার ও জাহিদুল আলম প্রমুখ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ