সোমবার (২৬ ফেব্রুয়ারি) বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যকর বন্ধ থাকবে। তবে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী উভয় দেশের নাগরিকদের চলাচল স্বাভাবিক থাকবে।
পবিত্র শব-ই বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।
বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র শব-ই বরাত উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করায় সোমবার বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি চলবে।’
পুলিশ ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ‘আজ সোমবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।’
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ