ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

রান্নাঘরে পড়ে ছিল কৃষকের রক্তাক্ত মরদেহ, ছেলে পলাতক

প্রকাশনার সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৮

টাঙ্গাইলের সখীপুরে আবদুস সামাদ (৫৫) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিমপাড়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এদিকে ঘটনার পর থেকেই নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদুজ্জামান (৩০) পলাতক রয়েছেন।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, বাবাকে হত্যা করে ওয়াহেদুজ্জামান গা ঢাকা দিয়েছেন।

এ ঘটনায় সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নিহতের ছোট ভাই আবদুর রশিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ভাতিজা ওয়াহেদুজ্জামানকে একমাত্র আসামি করে সখীপুর থানায় মামলাটি করা হয়।

জানা যায়, রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে আবদুস সামাদ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। এ সময় স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, ছেলে ওয়াহেদ মাদকাসক্ত। আগেও তিনি পরিবারের অন্য সদস্যদের মারধর করেছেন। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। কিন্তু ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত কোনো কারণে ছেলেই আবদুস সামাদকে আঘাত করে অবস্থা বেগতিক দেখে পালিয়ে গেছেন।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক ছেলেকে ধরার চেষ্টা চলছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ