হবিগঞ্জের বানিয়াচংয়ে শাকিল মিয়া (২০) নামের এক বখাটের ভয়ে বন্ধ হয়ে গেছে সুমী আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর স্কুলে যাওয়া।
অভিযোগে জানা যায়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমী আক্তার ৫ম শ্রেণিতে পড়ার সময় থেকে শাকিল তাকে ইভটিজিং করে আসছে।
অভিযুক্ত শাকিল মিয়া বানিয়াচং ছোট নগরের মোস্তফা মিয়ার ছেলে। এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত শাকিল ইতোপূর্বে একই এলাকার মিজানুর রহমানের কিশোর পুত্র মেহেদী হাসানকে স্থানীয় ব্র্যাক অফিসের সামনে ছুরিকাঘাত করে।
ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, স্কুলে আসা যাওয়ার পথে ব্র্যাক অফিসের সামনে অথবা রাশিদীয়া মাদরাসার সামনে তার পথ আগলে কটূক্তি করে শাকিল মিয়া। এমনকি একদিন ওড়না ধরেও টান দেয়। এরপর থেকে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে ভুক্তভোগীর মা ছফিনা বেগম মেয়ের নিরাপত্তা ও বখাটের শাস্তি চেয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর আবেদন করেছেন।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ