ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিশুসহ মায়ের আত্মাহুতি

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫২

ময়মনসিংহে দুই বছরের ছোট্ট শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে ঘটনাস্থলেই মা ও ছোট্ট শিশুর মৃত্যু হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে নগরীর সানকিপাড়া কলেজ রোড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে দেখা গেছে, কালো রঙের বোরকা পরা এক নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। একই সময়ে একটি ট্রেন আসছিল। ট্রেনটি কাছে আসতেই কোলের দুই বছরের ছোট্ট ছেলে সন্তানকে নিয়ে ওই নারী রেললাইনে শুয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুর মৃত্যু হয়।

ওই রোডের গেটম্যান আব্দুল কাদের বলেন, ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই ওই নারী যা করলেন তা দেখে আমি আঁতকে উঠি। ট্রেন ওই নারীর কাছে চলে আসতেই শিশুটিকে নিয়ে তিনি রেললাইনে ঝাঁপিয়ে পড়েন। এ দৃশ্য দেখার মতো নয়। তিনি যে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেবেন তা ভাবতেই পারিনি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন সানকিপাড়া কলেজ রোড এলাকায় পৌঁছা মাত্রই এক নারী ছেলে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে মৃতের স্বজনরা এখনো কেউ আসেনি। তারা মা-ছেলে কিনা সেটিও নিশ্চিত নয়। পুলিশ তাদের পরিচয় শনাক্তে কাজ করছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ