ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পাসপোর্ট অফিসে নগদ টাকাসহ আটক ৩ দালাল

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৭

গাইবান্ধায় পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগে তিন দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তিন দালালকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এক্সুকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট। এছাড়া আসামিদের কাছ থেকে নগদ ৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

আটকরা হলেন, রুবেল, কাঞ্চন ও সোহেল। তাদের প্রত্যেককে সরকারি আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত (১৮৮ ধারা অনুযায়ী) মামলা শেষে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, 'উপযুক্ত তথ্য উপাত্তের ভিত্তিতে গাইবান্ধা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভুক্তভোগী আজিরন বেগম নামে এক মহিলার কাছে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাড়ে নয় হাজার টাকা গ্রহণ করে দালালরা। এসময় নগদ টাকাসহ তিন অভিযুক্তকে আটক করে জেলার এক্সুকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়। তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। সেইসাথে ভবিষ্যতে এমন অনৈতিক কাজ করলে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার কথাও বলেন তিনি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ