ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

পোশাক শ্রমিক মৃত্যুর ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৮

গাজীপুরে সিটি করপোরেশনের ময়লাবাহী কনটেইনার ট্রাকের চাপায় নারী পোশাক কর্মী নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে মহানগরীর দক্ষিণ খাইলকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সোলায়মান (৩৫) মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকার শামসুদ্দিনের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী কনটেইনার ট্রাকের চালক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, শনিবার সকালে কর্মস্থলে কারখানায় যাওয়ার পথে মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন স্থানীয় বার্নহার্টজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ নামের পোশাক কারখানার সুয়িং অপারেটর মুনিরা বেগম (২৮)। এসময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী কনটেইনার ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় উত্তেজিত শ্রমিক ও স্থানীয়রা প্রায় ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বেশ কিছু গাড়ি ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া ওই ট্রাকে অগ্নিসংযোগ করে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর দক্ষিণ খাইলকৈর এলাকায় অভিযান চালিয়ে ওই ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ