পটুয়াখালীর শের-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয় সড়কের একটি বেসরকারি ক্লিনিকের রাস্তার অপর পাশের ঝোঁপের ভিতর থেকে একটি নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর ইয়ামিন নামের স্থানীয় এক যুবক শিশুটিকে দেখতে পায়। পরে স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসী শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি হাসপাতালের স্ক্যানু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী নারগিস আক্তার বলেন, আমি হঠাৎ করে রাস্তার পাশে একটি শিশু পাওয়া গেছে শুনে দৌড়ে আসি। এসে দেখি রক্তমাখা একটি শিশুকে ঝোপের মধ্য থেকে স্থানীয়রা বের করছে। আমি কয়েকটি কাপড় নিয়ে সেখানে দৌড়ে গিয়ে বাচ্চাটিকে জড়িয়ে কোলে নেই।
স্থানীয় যুবক মো. ইয়ামিন বলেন, আমি আমার ঘরের ময়লা ফেলতে রাস্তার পাশে যাই। এ সময় একটি বাচ্চার কান্না শুনতে পেয়ে ও ঝোপের মধ্যে বাচ্চাটিকে নড়তে দেখে আশপাশের সবাইকে ডাক দেই। এই সময় আমাদের কাউন্সিলর ও শাহীন চাচা এসে আমাকে বাচ্চাটিকে বের করতে সাহায্য করে। পরে বাচ্চাটিকে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করি।
পটুয়াখালী পৌর শ্রমিক লীগের সভাপতি মো. শাহীন ফরাজি জানান, তার এলাকার ইয়ামিন নামের একটি ছেলে রাস্তার পাশের ঝোপের মধ্যে এক শিশু পরে আছে এমন কথা বললে সে বাচ্চাটির কাছে যাই। এমন সময় স্থানীয় কাউন্সিলর আলাউদ্দীন আলাল সেই স্থানে চলে আসেন।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন আলাল বলেন, আমি নির্বাচনি প্রচারণা চালিয়ে শের-ই বাংলা সড়কের হিমি পলি ক্লিনিকের কাছে পৌঁছালে এক নবজাতক শিশু রাস্তার পাশে পড়ে আছে জানতে পারি। এসময় স্থানীয়দের সহায়তায় শিশুটিকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়ার সময় পুলিশ চলে আসে। তারাও আমাকে শিশুটিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। আমি স্থানীয় কয়েকজনকে নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করি। শিশুটি এখন ভালো আছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের স্ক্যানু বিভাগের সিনিয়র স্টাফ নার্স শামিমা নাসরিন জানান, একটি ছেলে নবজাতককে হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। শিশুটির অক্সিজেন লেভেল চেক থেকে শুরু করে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, নবজাতকটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে এবং সুস্থ আছে। এছাড়া পরবর্তীতে সমাজসেবা অফিস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ