ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

পিকআপ ভ্যানসহ সেতু ভেঙে পড়ল খালে

প্রকাশনার সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

পটুয়াখালীর কুয়াকাটায় পারাপারের সময় পিকআপ ভ্যানসহ সেতু ভেঙে খালে পড়ে গেছে। এসময় আচমকা শব্দে স্থানীয়সহ দর্শনার্থীরা চমকে ওঠেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার লতাচাপলী ইউপির বড়হরপাড়া খালের উপর নির্মিত সাধুর ব্রিজ নামের এই সেতুটি ভেঙে পড়ে।

ওই এলাকার বাসিন্দারা জানান, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত সেতুটি দীর্ঘদিন যাবৎ ঝুকিপূর্ণ ছিল। তবে পারাপারের জন্য কাঠ দিয়ে মেরামত করে ওই সেতু

দিয়ে জনসাধারণের যাতায়াত ছিল। কিন্তু রোববার সেতুটি পিকআপসহ খালে ভেঙে পড়েছে। ফলে কয়েক গ্রামের মানুষসহ পর্যটক পারাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

এলাকার বাসিন্দা আলমগীর জানান, এখন কুয়াকাটা মহাসড়ক থেকে বঙ্গবন্ধু স্কুল সড়ক হয়ে আজিমপুর দিয়ে প্রবেশ। অথবা আলীপুর বাজার দিয়ে লক্ষী হয়ে মিশ্রিপাড়া বৈদ্য মন্দির পরিদর্শনে যেতে হবে পর্যটকদের। তবে এতোদিন বিকল্প সড়ক হিসেবে খুব

সহজেই এই সেতু পাড় হয়ে মম্বিপাড়া ও পৌরঘোজা এলাকার সড়ক দিয়ে মন্দিরে পৌঁছাতে পারতো পর্যটকরা।

কলাপাড়া স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাদিকুর রহমান বলেন, বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। তবে আমরা খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ