জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপনসহ ৫ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নান্দিনা বাঁশহাটার কৃষি অফিসের পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে আটক করা হয়।
সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন, নান্দিনা বালিয়াপাড়ার জুয়ারি সাইদুর রহমান, নান্দিনা বাজারের শফিকুল ইসলাম, পার্শ্ববর্তী লক্ষীরচর ইউনিয়নের নজরুল ইসলাম ও ঢাকার খিলক্ষেত এলাকার ফালু মিয়াকে। তাদের জুয়ার আসর থেকে আটক করেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় জুয়া খেলার সামগ্রীসহ তাদেরকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই এবং মামলার বাদী মো. আব্দুস সালাম জানান, রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ