চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় স্ত্রী সঙ্গে ঝগড়ার জেরে গভীর রাতে নুরুল মোস্তফা (৪১) নামের এক মুদি দোকানি আত্মহত্যা করেছেন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নুরুল মোস্তফা বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি এক মুদি দোকানদার ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রাসেল জানান, তার দুই সংসারের পরিবার একই বাড়িতে থাকে। তিনি একজন মুদি দোকানি ছিলেন। গতরাতে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে টাকা নিয়ে ঝগড়া হয়। পরে আলাদা রুমে দরজায় বন্ধ করে ঘুমাতে যান। সকালে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে একই বাড়িতে থাকা সত্ত্বেও দুই স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হয়নি। সামান্য ঝগড়ার কারণে তিনি আত্মহত্যা করবেন এটা কেউ চিন্তা করেনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করতে নিয়ে গেছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই ফখরুল আহমেদ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। প্রাথমিক তদন্তে দ্বিতীয় স্ত্রীর সাথে ঝগড়ার জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি। সুরতহাল রিপোর্টের পর জানা যাবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ