ফরিদপুরের সালথার মাঝারদিয়ার খলিশপট্টির হাজী বাড়ির আঙ্গিনায় ‘মদন হাজীর ওরশ’ এর মেলায় অশ্লীল নৃত্যের অভিযোগ এসেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া তিনদিনের এ মেলায় মাদক এবং জুয়ার আসর বসারও অভিযোগ রয়েছে। এতে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সালথা উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে মেলা বন্ধ করে দেন।
মেলা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন,‘সালথার খলিশপট্টি এলাকার হযরত শাহ সুফী মাওলানা খাজা মদন হাজীর দরবার সংলগ্ন ঈদগাহ মাঠে বিনা অনুমতিতে মেলার আয়োজন করায় তা বন্ধ করে দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘মেলা কর্তৃপক্ষ ১৫ ফেব্রুয়ারি ২০২৪-এ ওরশের অনুমতি চেয়ে আবেদন করার একটি কপি আমাদের দেখালেও মেলার অনুমোদন নেই মর্মে দেখা যায়। তাই ওরশ চলছে। কিন্তু, মেলা বন্ধ করা হয়েছে।’
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ