ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

লিফটের ভুল সুইচ চেপে প্রাণ হারালেন টেকনিশিয়ান

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৫

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের লিফটে চাপা পারে শিপন (৪০) নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় হাসপাতালটির নতুন ভবনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিপন ঢাকার পুরাতন পল্টন এলাকার ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্মচারি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লিফটি কিছুদিন ধরে বিকল ছিলো; তা মেরামত করতে ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানি থেকে আসেন শিপন।

সকালে মেরামত করার সময় লিফটির ‘আপার সুইচ’ চাপতে গিয়ে ভুলবশত ‘ডাউন সুইচ’ চাপ দিলে লিফটি নিচে নেমে আসলে তাতে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিপনের।

মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম জানান, বিকল লিফটি মেরামত করতে ইমাম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দুইজন কর্মী মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতায় একজন অপারেটর কর্মী লিফটের নিচে চাপা পরে নিহত হন। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ