গাজীপুরের কালিয়াকৈরে বাবা-মায়ের সাথে অভিমান করে নাজমুল হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ বাথানবাড়ি খাজারটেক এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদ আহমেদ।
মৃত নাজমুল হোসেন লাউখোলা গ্রামের আরিফ হোসেনের ছেলে। সে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, আরিফ হোসেন দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা থেকে কালিয়াকৈর উপজেলায় আসেন। পরে পল্লী বিদ্যুৎ এলাকায় দুলাল হোসেনের বাসা ভাড়া নিয়ে স্ত্রীর-সন্তানসহ বসবাস করতে থাকেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। শনিবার সকালে ছেলে নাজমুল হোসেন পল্লী বিদ্যুৎ খাজারটেক আইডিয়াল স্কুলে প্রাইভেট শেষে বাড়ি ফিরে বাবার কাছে ৫০০ টাকা চায়। এ সময় বাবা আরিফ হোসেন ‘এত টাকা দিয়ে কি করবে’ জানতে চাইলে, বাবা-মার সঙ্গে ঝগড়া করে ঘরে বসে থাকে সে। দরজা বন্ধ দেখে তার মা তাকে ডাকতে থাকে। ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে, তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। পরে দরজা ভেঙে আড়ার সঙ্গে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ