ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন স্যানিটারি মিস্ত্রি

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৪

গাজীপুরে ভবনের ছাদে পানির লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) মহানগরীর নলজানী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই মিস্ত্রির নাম- নাহিদুল ইসলাম (২৪)। তিনি গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার হাবিবুল্লাহর ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, শনিবার বেলা পৌনে ১১টার দিকে নলজানী এলাকার শাহ আলমের দু’তলা ভবনের ছাদে পানির লাইনের কাজ করছিলেন নাহিদুল ইসলাম। এ সময় অসতর্কতার কারণে ছাদের উপরে থাকা কেবি’র বৈদ্যুতিক লাইনের তারে স্পর্শ লাগে তার। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ