ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ইয়াবাসহ মাদক কারবারী আটক

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩১

দশমিনায় মো. জাহিদ সিকদার (৩০) নামে ৩০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মো. জাহিদ সিকদার গলাচিপা উপজেলার ৮ নং বকুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোনখোলা গ্রামের মো. হানিফ সিকদারের ছেলে।

জানা যায়, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেতাগীসানকিপুর ইউনিয়নের বাজার থেকে ইয়াবাসহ জাহিদ সিকদারকে আটক করা হয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শুক্রবার সন্ধ্যায় ৩০ পিচ ইয়াবাসহ জাহিদ সিকদার নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ