ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেনসিডিল ও গাঁজাসহ পাচারকারী আটক

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০০

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ মো. জামাল (৪৭) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গাংনীর হিজলবাড়িয়া হাওয়া ব্রিক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের গাংনী ক্যাম্পে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়।

মো. জামাল গাংনীর মাইলমারী গ্রামের মাহাতাব আলীর ছেলে।

এ সময় জামালের কাছ থেকে উদ্ধার করা হয়, ৯৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৯৫ গ্রাম গাঁজা। পরে তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জামালের সহযোগি মাইলমারী গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম ও হিজলবাড়িয়া গ্রামের মৃত ফরিদ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর। আটক ও পলাতকদের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান জানান, আটক জামাল ও তার দুই সহযোগি সকলেই চিহ্নিত মাদক পাচারকারী। এরা মাদক পাচার করছে মর্মে সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় জামাল আটক হলেও পালিয়ে যায় তার দুই সহযোগি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ