ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

জমি নিয়ে বিরোধে পিটিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর-লুট

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩১

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক পরিবারের দুই নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এছাড়াও তারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে।

শনিবার দুপুরে ও শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের টানপাড়া গ্রামে দুদফায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মাইমুনা আক্তার নামে এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহতরা হলেন, মাইমুনা আক্তার (৩০) ও তার মামা রতন মিয়া (৬০), মামী আয়েশা (৪৫) ও নাজমুল (৩৩)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টানপাড়া গ্রামের মাইমুনা আক্তারের পরিবারের লোকজনের সাথে প্রতিবেশী রুবেল ব্যাপারী, দিদার মিয়া, জেসমিন আক্তার, সেলিম মিয়া, রিয়াজ মিয়া গংদের সাথে জমিসহ পারিবারিক নানা বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রুবেল ব্যাপারী, দিদার মিয়া, জেসমিন আক্তারের ১০-১২ জন দা, লাঠি ও রড নিয়ে মাইমুনাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মাইমুনা ও মামা রতন মিয়াকে পিটিয়ে আহত করে। মাইমুনাদের ঘরে ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার, দুটি ছাগল ও ২০ মণ ধান লুট করে নিয়ে যায়। পরে এগিয়ে এসে আহত মাইমুনা ও তার মামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এদিকে শনিবার দুপুরে ফের বাড়িতে হামলা চালিয়ে আরও তিনজনকে পিটিয়েছে তারা।

আহত মাইমুনা দাবি করে বলেন, আমাদের বাড়িতে শুক্রবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে রক্ষা করে। তবে আতঙ্কে ছিলাম। এমন অবস্থাতেই বিবাদীরা ফের বাড়িতে হামলা চালিয়ে মামা, মামী ও আমার এক ভাইকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, এ ঘটনায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ