চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার সলিমপুর জঙ্গলে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে এক মাদরাসার পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এক আইনজীবীকে বালু মহাল ও পাহাড় কাটা অপরাধ আইনে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী আলা উদ্দিন জানান, উপজেলার সলিমপুর জঙ্গলে কিছু ভূমিদস্যু অবৈধভাবে পাহাড় কেটে প্লট বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার বিষয়টি জানতে পেরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় হযরত খাদিজাতুল কুবরা বালিকা মাদরাসার পরিচালক আব্দুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই অপরাধে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার অ্যাডভোকেট ইমরানুল হক, আব্দুল হক ও পাহাড়তলী নূর নাহারের বিরুদ্ধে ছিন্নমুল ১ নম্বর সমাজ অন্ধ কল্যাণ সমিতিতে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ