চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীরা তাদের প্রচার শুরু করে দিয়েছেন।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়।
এ দুই ইউনিয়নে চেয়ারম্যান ১৩জন, সাধারণ সদস্য ৯১ জন ও সংরক্ষিত সদস্য ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন। সাধারণ সদস্য পদে ৪৯জন ও সংরক্ষিত সদস্য পদে ২০জন।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন (মোটরসাইকেল), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশাদুল হক (আনারস), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিত সাহা (ঘোড়া), আব্দুর রাজ্জাক (চশমা) ও মোহা. ওসমান গনি (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন।
শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮জন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪২জন ও সংরক্ষিত সদস্য পদে ১৬জন।
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে শংকচন্দ্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (টেবিল ফ্যান), মহিউল আলম (চশমা), সিকদার রাকিব হাসান (ঘোড়া), শফিকুল ইসলাম (রজনীগন্ধা), বখতিয়ার হোসেন (মোটরসাইকেল), কাজী আমিরুল ইসলাম (আনারস), জিসান মিয়া (টেলিফোন) ও নিলুয়ার হোসেন (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ