ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে গ্লৌরী ডায়িং অ্যান্ড নিটিং নামে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা মডেল থানার সামনে শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।
পরে থানা ও শিল্প পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ রোববার (২৫ ফেব্রুয়ারি) বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
জানা যায়, ভালুকা পৌরসভার খারুয়ালী গ্রামে গ্লৌরী ডায়িং অ্যান্ড নিটিং কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত। কারখানাটিতে বেতনসহ বিভিন্ন দাবির বিষয়ে প্রায়ই শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এ দিকে, তাদের গত জানুয়ারি মাসের বেতন বকেয়া পড়েছে। বকেয়া বেতনের জন্য কারখানা কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে আসছিলেন তারা। কিন্তু বকেয়া বেতন দেওয়ার জন্য কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিলেও, তা রক্ষা করেননি।
সর্বশেষ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল। কিন্তু ওইদিনও তাদের বেতন না দেওয়ায় কারখানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা। পরে পুলিশের মধ্যস্থায় কারখানা কর্তৃপক্ষ রোববার বকেয়া বেতন দেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে গ্লোরী কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হাবিবুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করার পর ফোন রিসিভ করে ব্যস্ত আছেন বলে জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে গ্লৌরী কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছিল। পরে কারখানা কর্তৃপক্ষ রোববার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যায়।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মিজানুর রহমান মহাসড়ক অবরোধের ঘটনাটি স্বীকার করে বলেন, চলতি মাসের ২০ তারিখে বেতন দেয়ার কথা ছিলো। কিন্তু যথাসময়ে বেতন না দেওয়ায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা হলে, তারা রোববার বেতন দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ