ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ইটনা উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৬

হাওর বেষ্টিত কিশোরগঞ্জের ইটনায় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের ছড়াছড়ি।

ইতোমধ্যে, চেয়ারম্যান পদে ৫জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০জনের নাম শোনা যাচ্ছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মহল্লায় শুভেচ্ছা বিনিময়, গণসংযোগ ও পোস্টার ব্যানারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রার্থীতার জানান দিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

চেয়ারম্যান পদে রয়েছেন- বর্তমান চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সম্মানিত সদস্য এড. খলিলুর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সম্মানিত সদস্য এড. কাউছার খান মিল্কী, আইন বিষয়ে এলএলবি এডমিশন মো. ফজলুর রহমান, মো. ফেরদৌস ঠাকুর।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি, নারী নেত্রী হাজেরা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, নারী নেত্রি শাপলা আক্তার ও জেসমিন আক্তার আম্বিয়া।

পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ও মাষ্টার ফজলুর রহমান। অপর দিকে ইটনা উপজেলা আওয়ামী ছাত্র লীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

এছাড়া বিশিষ্ট সমাজ সেবক বাবু অরুন কুমার ঘোষ, আমিনুল ইসলাম, খন্দকার মুর্শেদ, শওকত হোসেন মীর এবং ইটনা উপজেলা আওয়ামী ওলামালীগ নেতা মাওলানা সিরাজুল ইসলাম আতশি, ইলিয়াছ মিয়াসহ একাধিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে।

আগামী ১৮ মে ৩য় ধাপে ইটনা উপজেলার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ