ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

বগি লাইনচ্যুত: সারাদেশের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশনার সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩০

দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ে জংশনে মালবাহী ট্রেনের (ওয়াগান) বগি লাইনচ্যুতির কারণে সারাদেশের সঙ্গে রংপুরের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে দুর্ভোগে পরেছেন যাত্রীরা।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বগি লাইনচ্যুতির এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ের স্টেশন সুপার শংকর গাঙ্গুলি।

তিনি জানান, পার্বতীপুর রেলওয়েতে সকালে মালবাহী ট্রেন (ওয়াগান) একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। যার কারণে রংপুর থেকে ছেড়ে যাওয়া কোনো ট্রেন এবং রংপুরের উদ্দেশ্য আসা কোনো ট্রেন যাওয়া আসা করতে পারেনি। এ কারণে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুর স্টেশনে অবস্থান করছে। অন্যান্য ট্রেন সৈয়দপুর রেল স্টেশনে অবস্থান করছে।

গাঙ্গুলি আরও জানান, সমস্যা সমাধানে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সমাধান হবে বলে জানান তিনি।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ