সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বলার ছিল অনেক কিছু, বলা হলো না কিছু’- এমন স্ট্যাটাস পোস্ট করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন লামিসা জামান দিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ডামুড্যা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত লামিসা জামান দিয়া দক্ষিণ ডামুড্যা এলাকার ইতালি প্রবাসী মনিরুজ্জামান বিপ্লব বেপারীর মেয়ে। তিনি সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে মানবিক শাখা থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রতিবেশী মিতা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় লামিসা ওর রুমেই ছিল। এ সময় ওর মা লাকি আক্তার বাড়িতে ছিলেন না। অনেকক্ষণ লামিসার রুমের দরজা বন্ধ দেখে, ওর খালা চিৎকার করলে প্রতিবেশীরা রুমের দরজা ভেঙে লামিসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর দ্রুত ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।
সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার পরীক্ষার পর মেয়েটার সঙ্গে কথা বললাম, খোঁজ খবর নিলাম। পরীক্ষা ভালো হয়েছে জানালেও, কেন যে এমন করলো বুঝলাম না।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ