ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

টাঙ্গাইলে স্ত্রীকে বেঁধে রেখে স্বামীর আত্মহত্যা

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫০

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সাথে বেঁধে রেখে স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে ঘাটাইল পৌরসভার খরাবর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আহাদ হোসেন (৩৫), তিনি পাবনার ঈশ্বরদীর লালপুর গ্রামের ইউনুস ইসলামের ছেলে। তিনি আরএফএলের ঘাটাইলে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহাদ এ মাসের প্রথম দিকে ফ্ল্যাট ভাড়া নেন। রাতে তিনি বাসায় ফিরেন। এরপরে রাত সাড়ে ৮টার দিকে রুমের ভেতর থেকে তার স্ত্রী মিলির চিল্লাচিল্লির শব্দ শুনা যায়। পরে মহল্লার লোকজন শাবল দিয়ে দরজার ছিটকিরি ভেঙে রুমে ঢুকে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখেন। পাশেই চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় স্ত্রী মিলিকে দেখা যায়।

তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে জানা যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ