ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

দক্ষিণখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদরাসাছাত্রসহ নিহত ৩

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৮

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) আনুমানিক রাত পৌনে ৮টার দিকে আশকোনা আশিয়ান সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ওমর ফারুক (১৮), রবিউল ইসলাম ও জুনায়েদ।

সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণখান আশকোনা আশিয়ান সিটি এলাকায় একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে চালক ছিটকে পড়ে যান। ওই সময় মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। তারা তিনজনই মারা গেছেন।

ওসি বলেন, দুর্ঘটনায় রবিউল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। জুনায়েদ মারা গেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। আর ওমর ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন জানান, ওমর আশকোনার একটি মাদরাসায় কিতাব বিভাগের ছাত্র ছিল। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রূপসি। ওই মাদরাসা থেকেই পড়ালেখা করতো সে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ