কক্সবাজার সমুদ্র সৈকতে যেন ‘মা কচ্ছপের’ মৃত্যুর মিছিল শেষই হচ্ছে না। শুধু মাত্র শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ১৭টি মৃত মা কচ্ছপ পাওয়া গেছে। পচে যাওয়া এসব কচ্ছপ মাটিতে পুঁতে দিয়েছে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি থেকে টেকনাফ পর্যন্ত ১৭টি মৃত কচ্ছপ পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) তিনিসহ বোরির কর্মকর্তারা টেকনাফে অবস্থান করছেন। আর কোথাও মৃত কচ্ছপ ভেসে এসেছে কিনা, তা দেখছেন।
তিনি বলেন, ১৭টি কচ্ছপই অলিভ রিডলি এবং নারী। যা মাটিতে পুঁতে দিয়েছি। প্রতিটি কচ্ছপই জালের সুঁতোয় পেছানো এবং আঘাত প্রাপ্ত। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেছিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে এসব মৃত কচ্ছপ।
জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ১৭টিসহ ৮৩টি মৃত কচ্ছপ ভেসে এসেছে জানিয়ে তরিকুল ইসলাম বলেন, যার মধ্যে শুধু মাত্র ৯দিনে মিলেছে ৪০টির বেশি। এর মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে।
এ পরিস্থিতিকে উদ্বেগজনক মন্তব্য করেছেন, এই বৈজ্ঞানিক কর্মকর্তা।
তিনি বলেন, বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। কারণ, জরুরি ভিত্তিতে জেলেদের সচেতন করার কাজও শুরু করা হয়েছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ