ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সবার অগোচরে খালে ডুবলো শিশুটি

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০

চট্টগ্রামের বাঁশখালীতে খালে পড়ে মো. হাকিম উল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. হাকিম উল্লাহ ওই গ্রামের মো. হামিদ উল্লাহর ছেলে।

জানা যায়, সকাল ১১টার দিকে বাড়ির পাশে জলকদর খালের পাড়ে খেলা করছিলো শিশু মো. হাকিম উল্লাহ। হঠাৎ সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর দুপুর দেড়টার দিকে জলকদর খাল পাড়ে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে শিশুটির পরিবার।

শিশুর পিতা মো. হামিদ উল্লাহ বলেন, আমার বাড়ির সামনে জলকদর খাল। আমার ছেলে প্রায় জলকদর খালের বেড়িবাঁধে খেলা করতো। আজকে সকালে হঠাৎ পরিবারের সবার অগোচরে খালের মধ্যে পড়ে যায় সে। এরপর অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ৪ কি:মি: দূরে বাহারছড়ার রত্নপুর এলাকা সংলগ্ন জলকদর খাল থেকে ছেলের মরদেহ উদ্ধার করি। আজকে সন্ধ্যা ৬টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মজনু মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে শিশুটির পরিবার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এরপর ঐ শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করা হয়। তারা এ বিষয়ে কোন অভিযোগ নাই বলে জানান।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ