ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সীমান্তে পড়ে ছিল বিএসএফের মরদেহ

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫

সাতক্ষীরার হাড়দ্দহা সীমান্তের ইছামতি নদীর চর থেকে ভারতীয় বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সীমান্ত নদী ইছামতীর বাংলাদেশ পারে বিএসএফ সদস্যের মরদেহ পড়ে থাকতে থেকে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ভারতীয় বিএসএফ এর টহল টিমের একটি বোড ডুবে যায়। সে সময় অন্যান্য সদস্যরা তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন ওই বিএসএফ সদস্য মোহাম্মাদ রিয়াজ উদ্দীন (৩০)। তিনি ভারতীয় সোবাহাম বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন।

শুক্রবার সকালে শাখরা বিজিবি বিওপির ইনচার্জ নায়েক সুবেদার আনিসুর রহমান ও ভারতীয় ৮৫ বিএসএফ এর কমান্ড্যান্ট অনুরাগ মনি এর মধ্যস্থতায় মরদেহ উদ্ধার করে ভারতীয় বিএসএফ নিয়ে যায়।

সাতক্ষীরা ১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সানবির হাসান মজুমদার জানান, ঝড়ের কবলে পড়ে টহল বোর্ড ঢুবে যায়। পরে ওই বিএসএফ সদস্য নিখোঁজ ছিল। সকালে তার মরদেহ ভারতীয় পাড়ে পাওয়া গেছে। যদিও স্থানীয়রা জানান মরদেহ বাংলাদেশ সীমান্তের পাড়ে ছিল। পরে ওপারে নিয়ে যাওয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ