ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

দাঁড়িয়ে থাকা ট্রাককে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেক মিনি ট্রাকের ধাক্কায় বাবুল (১৮) নামের এক মিনি ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল লক্ষ্মীপুর থানার চরমনোষা এলাকার মৃত নূর ইসলামের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, চট্টগ্রামগামী মিনি ট্রাকটি মহাসড়কের শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্স এলাকা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দাঁড়িয়ে থাকা অপর একটি মিনি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালকের সহকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহাসড়ক থেকে মিনি ট্রাকটি সরিয়ে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে জানিয়ে খোকন চন্দ্র ঘোষ বলেন, এ ঘটনায় মামলা হবে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ