ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৪

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়রসহ সদস্য পদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা নির্বাচন কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়। মেয়র পদে চারজন, সাধারণ সদস্য পদে ছাব্বিশ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে দশজনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

উল্লেখ্য,.২০১৩ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার জনসংখ্যা ৫০ হাজারের বেশি। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৫১৮ জন। এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৯ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫শ ৯জন। বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর জগ , আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর রেল ইঞ্জিন, ইসমাইল হোসেন তালুকদার বাবুল মোবাইল ফোন এবং ফকরুজ্জামান নারিকেল গাছ প্রতীক নিয়ে মেয়র পদে লড়বে।

আগামি ৯ মার্চ এ পৌরসভার ১২ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শানিয়াজ্জামান তালুকদার বলেন, বকশীগঞ্জ পৌরসভার মেয়র সহ সদস্য পদে ৪০ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। আচরণবিধি দেখার জন্য নির্বাচন কর্মকর্তা সহ ম্যাজিষ্ট্রেট কাজ করবে বলে জানান তিনি।.

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ