লালমনিরহাটের হাতীবান্ধায় ফেনসিডিলসহ ছাত্রলীগের এক নেতাসহ দু’জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সিংগিমারীতে তিন বোতল ফেনসিডিলসহ নীলফামারীর জলঢাকা উপজেলার কলেজ পাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে রাজু আহম্মেদ রাজন (২৬) ও তার সহযোগী জুয়েলকে আটক করে পুলিশ। রাজু আহম্মদ রাজন জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে আছেন।
বিষয়তি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হাতীবান্ধা দিয়ে প্রায়ই ফেনসিডিল আনা-নেওয়া করা হয়। এমন গোপন সংবাদে পুলিশের নিয়মিত তল্লাশিতে তিন বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
ওসি আরও বলেন, আটক দু’জনের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, মাদক সংক্রান্ত এ ধরনের কোনো ঘটনায় সংগঠন হিসেবে ছাত্রলীগ কোনো ব্যক্তির দায়ভার নেবে না। তদন্তে প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রলীগের সুনাম নষ্টে ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়েছে কি-না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান জেলা ছাত্রলীগের সভাপতি।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ