ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

সহকর্মীর হাতে প্রাণ গেল বেকারি শ্রমিকের

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৬

চট্টগ্রামের বাঁশখালীতে সহকর্মীর হাতে শাহ-আলম (৩৮) নামে এক বেকারি শ্রমিক খুন হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পৌরসভার মায়ের দোয়া বেকারি থেকে তার মরদেহ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।

জানা যায়, মায়ের দোয়া নামের ওই বেকারি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বাঁশখালী পৌরসভার মাহবুব আলম ও সাতকানিয়া পৌরসভার শাহ আলম। ওই কারখানায় কাজ করার সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় দুজনের মধ্যে হাতাহাতিও হয়। অপরদিকে ঘটনার পরদিন শুক্রবার সকাল ৬টার দিকে কারখানায় ঘুমন্ত অবস্থায় সহকর্মী শাহ আলমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান মাহবুব আলম। আর এতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেকারি কারখানায় কাজ করার সময় দুই সহকর্মীর মধ্যে হাতাহাতি হয়। পরে আজ সকাল ৬টার দিকে মাহবুব আলম তার সহকর্মী শাহ আলমকে লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তার মৃত্যু হয় এবং বর্তমানে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ