শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৯

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস শিবচরের সূর্যনগর এলাকায় পৌঁছালে সামনে থাকা বই বোঝাই একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ওই বাস দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল এ তথ্য নিশ্চিত করে জানান, বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। আর আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ