ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

ডুয়েট শিক্ষক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৭

গাজীপুরে বাসচাপায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকসহ দু’জন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রী ও স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়।

বৃহস্পতিবার সকালে (২২ ফেব্রুয়ারি) মহানগরীর সদর থানা এলাকাস্থ বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ডুয়েট’র বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে গাজীপু‌রে টঙ্গী‌র কাদেরিয়া টেক্সটাইল মিল এলাকায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ঢালে ঢাকাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে (পাঠাও) চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ডুয়েট’র শিক্ষক রাম কৃষ্ণ সাহা (৪২) ও ওই মোটরসাইকেল (পাঠাও) চালক দিদার আদেল দিপু (৪০) নিহত হন। ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে বৃহস্পতিবার সকালে মিছিল বের করেন ডুয়েট’র ক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-শিমুলতলী সড়কের ওপর অবস্থান নিয়ে প্রায় একঘণ্টা ওই সড়ক অবরোধ করেন।

এসময় অনুষ্ঠিত সমাবেশে ডুয়েট’র শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার হিমাংসু ভৌমিক, ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ডুয়েট’র মেধাবী শিক্ষক রাম কৃষ্ণ সাহার মতো শিক্ষকের অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পূরণ কখনো সম্ভব নয়, তবে ভবিষ্যতে এ ধরনের ক্ষতির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলে এমন আশঙ্কা করে ঘটনার সম্পূর্ণ পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করেন তারা।

কর্মসূচি শেষে নিহত রামকৃষ্ণ সাহার স্ত্রী বৃষ্টি সরকার দুর্ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে একমাত্র শিশু সন্তান ও পরিবারকে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নিহত ডুয়েট শিক্ষক রাম কৃষ্ণ সাহা (৪২) টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চনপুর গ্রামের রাবিন্দ্র নাথ সাহার ছেলে এবং পাঠাও চালক দিদার আদেল দিপু (৪০) নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার বাসিন্দা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ