ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির আহ্বায়কসহ ৬ নেতা কারাগারে

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৬ জন বিএনপি নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণুর এ রায় দেন।

নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন নামঞ্জুর হওয়া নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, তোফাজ্জল হোসেন মিঠু, সদস্য সচিব হাফিজুর রহমান, থানা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ দুলাল, যুগ্ম আহ্বায়ক রায়হান।

নাটোর জজ কোর্টের পিপি জানান, গত বছরের ২৯ অক্টোবর জেলার বাগাতিপাড়া থানায় বিস্ফোরকসহ বিশেষ ক্ষমতা আইনে ৬ জনের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

অভিযুক্তরা গত ১৯ ফেব্রুয়ারি নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করেন। বিচারক ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার আসামিরা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ