ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

দিনাজপুরে ডাকাত চক্রের সর্দারসহ গ্রেপ্তার ৬

প্রকাশনার সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৮

দিনাজপুরের খানসামায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার মো. আব্দুর রহিমসহ (পোড়া রহিম) ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে দিনাজপুরের খানসামা থানা এলাকা থেকে তাদের গেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার দিনাজপুর সদর ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের মৃত রিয়াজুদ্দিনের ছেলে মো. আব্দুর রহিম (পোড়া রহিম) পূর্বের মামলা ৫টি, দিনাজপুর পৌরসভাধীন ৬ নম্বর নিউ টাউন (উপ-শহর) এলাকার দুলাল মিয়ার ছেলে শামিম (পবন) পূর্বের মামলা ১৪টি, কসবা (পুলহাট) এলাকার মৃত আব্দুস জব্বারের ছেলে মো. আব্দুস সোহাগ পূর্বের মামলা ১০টি, হাকিমপুর থানার বাসুদেবপুরের (মাঠ পাড়া) মৃত ইমান আলী মিস্ত্রির ছেলে মো. আলিম হোসেন পূর্বের মামলা একটি, চিরিরবন্দর থানার ভাবকি এলাকার মো. আব্দুল আজিজের ছেলে মো. ফরিদুল ইসলাম পূর্বের মামলা একটি এবং নিমনগর (শেখপুরা) এলাকার মৃত কান্দু মাসুদের ছেলে মো. বকুল হোসেন, মামলা একটি।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে হাকিমপুর থানাধীন বাসুদেবপুর এলাকায় শ্রী গনেশ প্রসাদ সাহার ইউনাইটেড রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় হাকিমপুর থানার মামলা রুজু হলে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের নিমিত্তে সমন্বিত পুলিশ সুপার, শাহ ইফতেখার আহমেদের (পিপিএম) দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবদুল্লাহ আল মাসুম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন এর সমন্বিত পরিকল্পনায় সহকারী পুলিশ সুপার (হাকিমপুর সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা, মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই সাদ্দাম হোসেন, দিনাজপুর কোতোয়ালী থানার, এসআই মো. নূর আলম ও সঙ্গীয় অফিসার ফোর্সের অংশগ্রহণে দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে অভিজানিক টিম টানা অভিযান পরিচালনা করেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে দিনাজপুরের খানসামা থানা এলাকা থেকে ডাকাত সর্দারসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ